Khaborer Patrika
ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কাহালুর নারহট্র ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিলে  জনতার ঢল

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ২৩, ২০২৪ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কাহালুতে ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের সুস্বাস্থ্য এবং জিয়া পরিবারের মঙ্গল কামনায় (২৩ মার্চ) শনিবার কাহালুর নারহট্র বহুমুখী উচ্চ  বিদ্যালয় মাঠে নারহট্র ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

নারহট্র ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইদ্রিস আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু রায়হানের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।

সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউপি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, আব্দুল করিম,  পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া,শাহবুদ্দিন।

নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন সহ নন্দীগ্রাম উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

এছাড়াও কাহালু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় ৬ হাজার বিএনপির নেতাকর্মীরা উক্ত ইফতার ও দোয়ার মাহফিলে যোগদান করেন।

ইফতারের আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং জিয়া পরিবারের মঙ্গল কামনা সহ অত্র ইউনিয়নের সকল কবর বাসির রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন  হাফেজ মাওলানা আবু রায়হান।