নন্দীগ্রাম থেকে আতিকুর রহমান মানিক: বাংলাদেশে কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করেছেন নন্দীগ্রামের আব্দুল আলীমের ১৪ বছর বয়সী ছেলে হাফেজ মোঃ ওলীউল্লাহ্।
প্রাপ্ত তথ্য জানা গেছে, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার পৌর শহরের কলেজপাড়ার আব্দুল আলীমের ছেলে ওলীউল্লাহ্ বগুড়া তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা থেকে কুরআনের হাফেজ হন। সেই থেকে বিভিন্ন মাদ্রাসায় কুরআন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন এই ওলীউল্লাহ্।
তারই ধারাবাহিকতায় গত ২০ শে ফেব্রুয়ারি ঢাকা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইশা’আতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে ২০২৪ ৫ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে সারা বাংলাদেশের মধ্যে কওমী মাদ্রাসায় কুরআন প্রতিযোগিতায় ৩য় স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়ে বাবা মা সহ নন্দীগ্রাম বাসীকে আলোকিত করেছে এই কুরআনের হাফেজ ওলীউল্লাহ।