Khaborer Patrika
ঢাকাশনিবার , ২৩ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ২৩, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া নন্দীগ্রামে হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ মার্চ (শনিবার) বিকেলে উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রিধইল রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার  উদ্যোগে মাদ্রাসা ময়দানে  ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অত্র মাদ্রাসার সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক, স্থানীয় ওয়ার্ড মেম্বার মহিদুল ইসলাম বাবু, অত্র মাদ্রাসার সেক্রেটারী ও সাবেক মেম্বার মনসুর রহমান, জামাল হোসেন, মাসিম হোসেন, আবু জাফর ,সাইদুর রহমান সেন্টু,আলামিন হোসেনসহ প্রায় ৩শতাধিক মুসল্লিরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতারের আগ মুহূর্তে অত্র গ্রামের সকল কবর বাসির রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন মাদ্রাসা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুর রশিদ।