বগুড়ার নন্দীগ্রামে গোয়াল ঘরের সিঁধ কেটে কৃষকের এক রাতে ৫লক্ষ টাকা মূল্যের ৫টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই পোতাপাড়া গ্রামে আজহারের ছেলে আশরাফুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনাটি ঘটে।
আশরাফুল ইসলাম পেশায় একজন ইজিবাইক চালক। চুরি যাওয়া গরুর মালিক আশরাফুল ইসলাম জানান, প্রতিদিনের মতো আমার স্ত্রী শ্যামলী বেগম বৃহস্পতিবার রাতেও গরুগুলো গোয়ালঘরে রেখে দরজায় তালা দেয়। এরপর রাতের খাবার খেয়ে আমরা সবাই ঘুমাইতে যাই। রাতে উঠে দেখি গোয়ালে রাখা দেশি ও বিদেশী ক্রস জাতের ৩টি গাভী, ১টি বাছুর ও ১টি ষাঁড় মোট ৫টি গরু নেই। পড়ে দেখতে পাই গোয়াল ঘরের মাটির দেওয়াল কাটা। মধ্যরাতের যেকোন সময় গরু গুলো চোরেরা চুরি করে নিয়ে যায়। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও গরু ৫টা পাওয়া যায়নি। আমি অনেক গরিব মানুষ, খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে ইজিবাইক চালিয়ে গরু গুলো লালন পালন করছিলাম। পাঁচটি গরুর আনুমানিক মূল্য হবে পাঁচ লক্ষ টাকার ও বেশি। গরু গুলো চুরি হওয়ায় আমি পথে বসে গেলাম।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. ফইম উদ্দিন বলেন, গরু চুরির খবর পেয়েছি। অভিযোগ পেলে ঘটনাটি গুরুত্বের সহিত খতিয়ে দেখা হবে।