বগুড়ার নন্দীগ্রামে ২০ গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক একটি টিম। সোমবার ৬ অক্টোবর দুপুরে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধিদপ্তরের একটি টিম নন্দীগ্রাম ২নং সদর ইউনিয়নের ইসবপুর হঠাৎপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পরিদর্শক আসলাম আলী মন্ডল। এই অভিযানের নেতৃত্ব দেন নন্দীগ্রাম সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রহমান সরকার। গ্রেফতারকৃতরা হলেন, ইসবপুর হঠাৎপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ জোবারত প্রামাণিক ওরফে জবা(৬৫), ওগোন্দইল এলাকার জহুরুল ইসলামের ছেলে ইব্রাহিম (২০)। ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে বিশ গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে। এছাড়াও ওই ব্যক্তিদের কাছ থেকে উদ্ধারিত গাজা ধ্বংস করা হয়েছে। উক্ত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমান আদালতে মাধ্যমে আসামীদ্বয়কে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মাদক নির্মূলে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।