Khaborer Patrika
ঢাকারবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে পূজা মন্ডপে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ভিডিপি সদস্য খুন

প্রতিবেদক
বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকার ধামরাইয়ে পূজামণ্ডপে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলায় শাকিল হোসেন নামে গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর এক সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাইশাকান্দা ইউনিয়নের সিংশ্রী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল হোসেন (২৫) ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের বাসিন্দা। নিহত শাকিল তার নানা মোহাম্মদ আলীর বাড়িতে থাকতেন। তার নানার বাড়ি একই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের সিংশ্রী এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজাকে সামনে রেখে একটি মন্ডপে ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন শাকিল। রাত আনুমানিক ১০টার দিকে সিংশ্রী বাজারে পৌঁছলে দুর্বৃত্তরা লোহার রড দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে।

ধামরাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আসিফ ইকবাল সাংবাদিকদের জানান, ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের দক্ষিণ খাগাইল শিবনাথ কুটির পূজামণ্ডপে শাকিল হোসেনের ডিউটি ছিল। শাকিলকে যেদিন খুন করা হয় সেদিন তার ডিউটির শেষ দিন ছিল। কাজ শেষে রাত ৯টার দিকে বাড়ির উদ্দেশে রওয়ানা হয়। বাড়ির কাছে পৌঁছলে কে বা কারা তার ওপর হামলা চালায়।

বাইশাকান্দা ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, শাকিল হোসেন তার ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার বাড়ি উপজেলার যাদবপুর ইউনিয়নে। শাকিলের বাবা অন্যত্র বিয়ে করে তার মাকে ডিভোর্স দেয়। তারপর থেকে শাকিল ও তার ছোট ভাই তাদের মায়ের সঙ্গে নানার বাড়ি থাকেন।

ধামরাই থানার অফিসার ওসি মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করেছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।