Khaborer Patrika
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে নবাগত ইউএনওর সাথে আদিবাসী নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ৮, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম সহ প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জাতীয় আদিবাসী পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার নেতাকর্মীরা। বুধবার (৮ই অক্টোবর) দুপুরে উপজেলা আদিবাসী নেতাকর্মীদের নিয়ে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এছাড়াও এদিন আদিবাসী নেতাকর্মীরা উপজেলা ভূমি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তারা। জন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান কামাল হোসেন,সংগঠনের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত, উপদেষ্টা নরেশ চন্দ্র উরাও। এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি বিমল চন্দ্র উরাও, সহ-সভাপতি মনোরঞ্জন উড়াও, সাধারণ সম্পাদক সাধন মাহাতো, কোষাধ্যক্ষ উজ্জ্বল উড়াও, দপ্তর সম্পাদক সঞ্জয় ঊরাও, প্রচার সম্পাদক প্রশান্ত বর্মন। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুজন উড়াও, অক্ষয় বর্মন, সুভাষ বর্মন, এছাড়াও সংগঠনটির আরও অনেক নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।