Khaborer Patrika
ঢাকারবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে ফাইমা খাতুন (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে করেছে। নিহত ফাইমা খাতুন ফুলতলা এলাকার জালাল ড্রাইভারের মেয়ে। আজ রোববার সন্ধ্যা ছয়টার দিকে বন্দেগী ইউনিয়নের ফুলতোলা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, গত ছয় মাস পূর্বে ফাইমার কুসুম্বি ইউনিয়নের কেল্লা গ্রামে বিয়ে হয়। এরপর থেকে তারা ফুলতলা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। পারিবারিক কলহের জের ধরে সন্ধ্যা ছয়টার দিকে নিজ ঘরে তীরের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার্স ইনচার্জ রেজাউল করিম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, আইনি পদক্ষেপ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।