বগুড়ার নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়নের ২টি ওয়ার্ডে জামায়াতের এমপি প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ’র নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ই সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার হাইস্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে ৭, ৮ নং ওয়ার্ডের দুই শতাধিক জনসাধারণের সঙ্গে এই নির্বাচনী বৈঠক হয়।
উক্ত নির্বাচনী বৈঠকে উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের এমপি প্রার্থী মোস্তফা ফয়সাল পারভেজ।বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল মালেক ও ১নং বুড়ইল ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী হুসাইন মোহাম্মাদ মানিক উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব ফজলুল হক।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী রাজু আহম্মেদ, পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল আলিম, বুড়ইল ইউনিয়নের আমির আব্দুল হামিদ, সেক্রেটারী আমির হোসেন আজাদী, প্রচার সম্পাদক আলমগীর হোসেন ও জালাল উদ্দিন লায়াসহ ওয়ার্ড জামায়াতের সকল নেতৃবৃন্দ।