বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অগ্রসর কর্মীদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে অগ্রসর কর্মীদের নিয়ে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রাম উপজেলার আমির মাওলানা আব্দুর রহমান এর সভাপতিত্বে এবং মাওলানা আবু আইয়ুব সাঈদির সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন সভাপতি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বগুড়া জেলা শাখার সভাপতি মনজুরুল ইসলাম রাজু।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নন্দীগ্রাম উপজেলার কেয়ারটেকার অ্যাডভোকেট আব্দুল হালিম। উক্ত শিক্ষা বৈঠকে দারসুল কোরআন পেশ করেন মাওলানা সাখাওয়াত হোসেন এবং তালিমুল কোরআন নিয়ে আলোচনা করেন কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন। এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, আলহাজ্ব ফজলুল হক, সুলতান মাহমুদ, আব্দুস সাত্তার প্রমুখ।
প্রধান আলোচকের বক্তব্যে তিনি বিগত ৫ই আগষ্টের পূর্বে আওয়ামীলীগের নেতারা বিভিন্ন মঞ্চে সভা সেমিনারে জামায়াতের ইসলামের লোকদের কে রাজাকার রগ কাটা বলে অ্যাখায়িত করতেন। কিন্তু বতমানে একই কথা আরেকটি রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামকে একই তকমা দিচ্ছে। কিন্তু তিনি বলেছেন, জামায়াতকে ‘রাজাকার’ বললে জনগণ আর গ্রহণ করবে না। ইতিহাস থেকে শিক্ষা নিন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির কে নিয়ে মিথ্যা গুজব ছড়াবেন না বলে নেতারা হুশিয়ারি দেন।