Khaborer Patrika
ঢাকারবিবার , ৫ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে রাস্তা সংস্কার করে আলোচনায় যুবদল নেতা গোলাপ 

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ৫, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রিধইল গ্রামের শত শত মানুষ চলাচলের প্রধান একটি রাস্তা সংস্কার করে আলোচনায় এসেছেন নন্দীগ্রাম উপজেলা যুবদল নেতা গোলাপ হোসেন। প্রাপ্ত তথ্যে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রিধইল গ্রামের শত শত মানুষ চলাচলের প্রধান একটি রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটি একসময় এলাকাবাসীর জন্য অভিশাপে পরিণত হয়েছিলো। বর্ষা মৌসুম এলেই কাদা-পানি ও মাটি মিশে একাকার হয়ে চলাচলে এলাকাবাসীর জন্য ভোগান্তির কারণ হয়েছিলো। স্কুলগামী শিশু থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের নিত্যদিন দুর্ভোগ পোহাতে হতো। এমন পরিস্থিতিতে এগিয়ে আসেন এলাকার যুবদল নেতা গোলাপ হোসেন। রবিবার (৫ অক্টোবর) দুপুরে তিনি বগুড়া-০৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনের নির্দেশে রাস্তাটি সংস্কার করে দেন তিনি। তার উদ্যোগে এই রাস্তা সংস্কার আজ প্রমাণ করেছে সেবামূলক কাজই মানুষের হৃদয় জয় করার সবচেয়ে বড় হাতিয়ার। জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা যুবদলের নেতা গোলাপ হোসেন বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মোশারফ ভাইয়ের নির্দেশে আমাদের এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবহেলিত রাস্তা সংস্কার করার চেষ্টা করেছি মাত্র। এ রাস্তা দিয়ে স্কুল মাদ্রাসা শিক্ষার্থীরা এই বর্ষা বাদলে যেতে পারত না। গায়ে কাঁদা লেগে যেত। দিনমজুররা তাদের ভ্যান গাড়ি নিয়ে যেতে পারত না। রাস্তাটি সংস্কার করার ফলে এখন খুব সহজেই এ রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। বিএনপি ক্ষমতায় আসলে এই রাস্তাগুলো নতুন করে সংস্কার করার উদ্যোগ নেব ইনশাআল্লাহ  ভবিষ্যতেও এমন কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান যুবদল নেতা গোলাপ হোসেন।