Khaborer Patrika
ঢাকামঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে চান ড. মোস্তফা ফয়সাল পারভেজ

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ৭, ২০২৫ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া-০৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের ত্রিমোহনী হাট বাজারসহ আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগ চলাকালে স্থানীয় দোকানদার, কৃষক, বৃদ্ধ, তরুণ ও পথচারীদের সঙ্গে কথা বলেন তিনি। জনগণের অভাব-অভিযোগ শুনে তিনি বলেন, “এই দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যই আমরা রাজনীতিতে এসেছি। জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শ—যেখানে সততা, জবাবদিহিতা ও ইনসাফের ওপর ভিত্তি করে দেশ পরিচালনার প্রত্যয় রয়েছে।” ড. ফয়সাল বলেন, “আজ দেশে ন্যায়বিচার নেই, মূল্যবোধ নেই, মানুষের কথা বলার অধিকার নেই। ক্ষমতার অপব্যবহার ও দুঃশাসনে দেশের প্রতিটি সেক্টর ধ্বংসের মুখে। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই, গড়ে তুলতে চাই একটি চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ।” তিনি বলেন, “গত ১৭ বছরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জামায়াত ও এর অঙ্গসংগঠনগুলোর ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে। হাজারো নেতা-কর্মী কারাবরণ করেছেন, অনেকেই শহীদ হয়েছেন। কিন্তু আমরা আল্লাহর ওপর ভরসা রেখে এই অত্যাচারের জবাব জনগণের শক্তিতে দেব।” তিনি আশা প্রকাশ করেন, আগামি নির্বাচনে জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে ভোট দেবে। সকল সম্প্রদায় ও শ্রেণি-পেশার মানুষের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান, যেন তারা আদর্শিক রাজনীতিকে শক্তিশালী করতে তাঁর পাশে দাঁড়ান। এসময় ড. ফয়সাল পারভেজের সঙ্গে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগ শেষে তিনি ত্রিমোহনী হাট মসজিদে এক সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং জাতির কল্যাণে দোয়া করেন।