বগুড়ার নন্দীগ্রামে সদর ইউনিয়নের রনবাঘা বাজারে সনাতনীদের সাথে গনসংযোগ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ই সেপ্টেম্বর) সকাল ১০টায় রনবাঘা বাজারের সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নন্দীগ্রাম উপজেলার সাবেক আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: নুরুল ইসলাম মন্ডল।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন আমীর সুলতান আহমেদ, জামায়াত নেতা রায়হান কবীর, মোফাজ্জল হোসেন এবং স্থানীয় নেতাকর্মীরা। গণসংযোগে জামায়াত নেতা সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একবার দাড়িঁ পাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। আরো বলেন, আমরা শাসক হবো না আমরা জনগণের সেবক হতে চাই। আগামীতে জামায়াতে ইসলামী জনগনের সেবক হয়েই কাজ করবে।