Khaborer Patrika
ঢাকাবুধবার , ৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রাম উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ৮, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

“কৃষিই সমৃদ্ধি” এই স্লোগানে চলতি মৌসুমে সার ও বীজের বাজার ব্যবস্থাপনা বিষয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে ৮ই অক্টোবর (বুধবার) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন. উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, বুড়ইল ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, নন্দীগ্রাম (সদর) ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাটরা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুর রহমান, বগুড়া জেলা বিসিআইসির ডিলার এ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নন্দীগ্রাম উপজেলার প্রতিনিধি বিশিষ্ট ব্যবসায়ী মোখলেছার রহমান, উপজেলা বিএডিসি ডিলার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কোরবান আলী, বিসিআইসি ও বিএডিসি’র ডিলার এবিএম সারোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক সরকার, আলহাজ্ব ইউনুস আলী, একরাম হোসেন, আল-তৌফিক, জিয়াউর রহমান জিয়া, জাহিদুর রহমান, আলহাজ্ব রুহুল আমিন, রাজীব আহম্মেদ, মেহেদী হাসান পরাগ প্রমুখ। উল্লেখ্য, উক্ত মতবিনিময় সভায় সার ও বীজ ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ ও বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।