Khaborer Patrika
ঢাকাবুধবার , ২৭ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ২৭, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বীরপলি গ্রামের সেনাবাহিনীর গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মঙ্গলবার দিবাগত রাতে তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বুধবার বিকেল ৩টায় বীরপলি গ্রামে গার্ড অব অনার প্রদানের মধ্যেদিয়ে রাষ্ট্রিয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়। সেসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামিরুল ইসলাম ও মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিনসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।পরে জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।