Khaborer Patrika
ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ১৯, ২০২৫ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ মে) দিবাগতে তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবুবক্কর সিদ্দিকী (৪০), ভাটগ্রাম ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল মোমিন (৪৫), নায়েব আলী (৪০) ও আবু সিদ্দিকী (৩৫)। তাদের সকলের বাড়ি ভাটগ্রামে। নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা ককটেল বিস্ফোরণ মামলার আসামি। রবিবার রাত তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।