Khaborer Patrika
ঢাকারবিবার , ১০ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে দুইটি মসজিদে ৫টি এসি অনুদান

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ১০, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ধর্মপ্রাণ মুসলমানদের নির্বিঘ্নে নামাজ পড়তে ও তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার রাজস্ব তহবিল হতে ৩লক্ষ টাকা ব্যায়ে দুইটি মসজিদে ৫টি এসি অনুদান প্রদান করেছেন পৌরসভার মেয়র আনিছুর রহমান।

১০ই মার্চ রবিবার বিকাল ৪টায় নির্বাচনী ইশতেহার অনুযায়ী পৌরসভার ৩নং ওয়ার্ডের বৈলগ্রাম উত্তরপাড়া জামে মসজিদে ৩টি এসি এবং বেলঘরিয়া জামে মসজিদে ২টি এসিসহ মোট ৫ টি এসি মসজিদ কমিটির নিকট হস্তান্তর করেন নন্দীগ্রাম পৌরসভার মেয়র মো: আনিছুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, ওয়ার্ড কাউন্সিলর জুলফিকার আলী, সাবেক কাউন্সিলর আলী হাসান, মোহাম্মদ ফটিক উদ্দিন, শাহাদত আলী। এলাকার মুসল্লিবৃন্দ আব্দুস সামাদ, সেলিম লতিফ, আশরাফ মোহাম্মদ, নাজু, জাহেদ, বেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।