Khaborer Patrika
ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বার্ষিক ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ৯, ২০২৪ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রামে বার্ষিক ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের কুমিড়া পন্ডিত পুকুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ব্যাপক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ সাংস্কৃতিক অনুষ্ঠানটি উদযাপিত হয়।

৩নং ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান ও ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোরশেদুল বারী’র সভাপতিত্বে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।

ওই সময় বিশেষ অতিথিদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো: রফিকুল ইসলাম রফিক, ১নং বুড়ইল ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামার ফারুক।

অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: শহিদুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক, সাবেক শরির চর্চা শিক্ষক মো: আমজাদ হোসেন, ভাটরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মাসুম, কুমিড়া পন্ডিত পুকুর বাজার বণিক সমিতির সভাপতি মাহফুজার রহমান (মাফু), প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, অরিফুন্নেছা, সদস্য বাবু অলোকেশ, ফরহাদ হোসেন, আক্তার হোসেন, নৃত্য পরিচালনায় আল আমিন প্রমুখ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাঠ ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।