স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার নন্দীগ্রামে জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২রা মার্চ জামালপুর পাঁচপীর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অত্র মাদ্রাসার সভাপতি এনামুল হক মনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি।এসময় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহমান,বগুড়া জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুক। এছাড়াও প্রতিষ্টানের শিক্ষক/শিক্ষিকা সহ ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন।