Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ২৩ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ২৩, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী এবং সিআর মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বুধবার (২১ মে) রাতে বুড়ইল ইউনিয়নের পোতা টু কদমকুড়ি আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে ভাটগ্রাম ইউনিয়নের কাথম পূর্বপাড়ার তোতা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী আবু জাফর (১৯) কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট গ্রেপ্তার করা হয়। অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে বুড়ইল ইউনিয়নের রুপিহার টু সিংজানী আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে সিংজানী গ্রামের কাতেব আলী ছেলে জুয়েল হোসেন (২৫) কে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

একই রাতে ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামে অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি কাওসার আহম্মেদ (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (২২ মে) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, থানা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান চলমান থাকবে।