Khaborer Patrika
ঢাকাসোমবার , ১ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কাউন্সিলর প্রার্থী ঘোষণা দিয়ে দোয়া প্রত্যাশীর পোস্টার লাগালেন রনি

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ১, ২০২৪ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

উন্নয়ন ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিতে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার অন্তর্ভুক্ত ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন সাবেক তুখোড় ছাত্রনেতা ও বর্তমান নন্দীগ্রাম পৌর আওয়ামিলীগের উপ-দপ্তর সম্পাদক মোঃ রবিউল ইসলাম(রনি)।

রনি নন্দীগ্রাম কলেজপাড়ার স্থায়ী বাসিন্দা।তরুন সমাজসেবক রনি নন্দীগ্রাম পৌরসভার তরুন ভোটারদের সমর্থনে নির্বাচনে আত্মপ্রকাশ করেছেন।এলাকার যুবসমাজকে নিয়ে তিনি বহুবিধ উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেছেন।পৌরসভার ৭নং ওয়ার্ডকে স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে তুলে ধরতে চান।দীর্ঘদিন ছাত্ররাজনীতির অভিজ্ঞতা ও সেবার মাধ্যমে তিনি এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছেন।তিনি তৃনমূলের উন্নয়নের মাধ্যমে দেখিয়ে দিতে চান একজন যোগ্য জনপ্রতিনিধি জনগনের জন্য আশীর্বাদ। তিনি নন্দীগ্রাম উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি আনোয়ার হোসেন রানার স্নেহাশিস।রনি উপজেলা চেয়ারম্যান মহোদয়ের আদর্শে উজ্জীবীত হয়েই নিজেকে জনসেবায় আত্মনিয়োগ করতে চান।তিনি আগামী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নন্দীগ্রামের সর্বস্তরের জনগনের কাছে দোয়া ও সমর্থন চেয়ে শুভেচ্ছা লিফলেট বিতরণ শুরু করেছেন।