Khaborer Patrika
ঢাকামঙ্গলবার , ২৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে গৃহবধূকে ধ’র্ষণ চেষ্টা মামলার আসামি গ্রেফতার

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ২৪, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

সুমন কুমার নিতাই, নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় গৃহবধূকে ধর্ষণর চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি শাকিব হোসেন (২৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযুক্ত শাকিব হোসেন উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের সামছুল ইসলামের ছেলে।

ভুক্তভোগী সুত্রে জানা যায়, গৃহবধূর ছেলে চাকরির সুবাদে স্ত্রী কে নিয়ে বাহিরে থাকে। একমাত্র মেয়েরও বিবাহ হইছে। গত (শুক্রবার) ১৩জুন স্বামী হাটবাজারে কাঁচামাল (সবজির) ব্যাবসা করার সুবাদে রাত সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে বেড়িয়ে যাওয়ার পর বাড়িতে একা ঘুমিয়ে পড়েন তিনি। এ সময় আসামি শাকিব হোসেন টিনের তৈরি জানালার পেরেক উপরে ফেলে গৃহবধূর ঘরে প্রবেশ করে।

সে জোরপূর্বক গৃহবধূকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। গৃহবধূর চিৎকারে শাকিব হোসেন দ্রুত তাকে ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে নন্দীগ্রাম থানায় শাকিব হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০২০) এর ৯(৪)(খ) ধারায় রুজু করা হয়।

নন্দীগ্রান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, (সোমবার) ২৩ জুন আসামি শাকিব হোসেনকে রাত্রি সাড়ে এগারোটায় গ্রেফতার করে, আজ বিজ্ঞ আদালতে চালান প্রদান করা হয়েছে।