Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ১ মার্চ ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে জাতীয় বীমা দিবস পালিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
মার্চ ১, ২০২৪ ১২:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

স্টাফ রিপোর্টার.

করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় বীমা দিবস পলিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১মার্চ) সকাল সাড়ে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জীবন বীমা কর্পোরেশনের উন্নয়ন ম্যানেজার ইনচার্জ আবু রায়হান মন্ডল, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার ফেরদৌসুর রহমান, উপমহাব্যবস্থাক মাছুদুর রহমান, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলুর রহমান,  নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব প্রমুখ। এরপূর্বে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এছাড়া সকালে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডসহ কয়েকটি বীমা প্রতিষ্ঠানের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বের হয়।