Khaborer Patrika
ঢাকাবুধবার , ২৯ জানুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঘোড়ার পিঠে চড়ে সৌদি তরুণীর কেনাকাটার ভিডিও ভাইরাল

প্রতিবেদক
বার্তা কক্ষ
জানুয়ারি ২৯, ২০২৫ ১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি সৌদি আরবে ঘোড়ার পিঠে চড়ে এক তরুণীর কেনাকাটার ভিডিও ভাইরাল হয়েছে। ২০ বছর বয়সী তরুণীটি পেশায় একজন অশ্বারোহী। তার নাম শাদ আল সামারি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ঘোড়ায় চড়ে তিনি ওষুধের একটি দোকানে ঢুকে সেখান থেকে ওষুধ কিনছেন।

শাদ আল সামারিকে সৌদির অন্যতম সেরা অশ্বারোহী হিসেবে বিবেচনা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক উপস্থিতি আছে তার। সেখানে নিজের এবং ঘোড়ার ভিডিও প্রকাশ করেন তিনি।

ছোটকাল থেকেই ঘোড়ার প্রতি আগ্রহ ছিল সামারির। এই আগ্রহ থেকে ঘোড়ার ওপর চড়া ও এই শখের বিভিন্ন কসরত শেখেন তিনি। যার দরুন বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।

এদিকে পুরুষতান্ত্রিক সৌদিতে নারী হয়েও অশ্বারোহীর মতো বিষয়টিকে আয়ত্ত্ব করায় তাকে অনেকে রোল মডেল হিসেবে দেখেন। সৌদি সমাজে অশ্বারোহীকে প্রচার করায় এবং অন্যদের উদ্বুদ্ধ করায় তার প্রশাংসা করেন অনেকে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সৌদির শাসকরা নারীদের অন্য সময়ের তুলনায় বেশি স্বাধীনতা দিচ্ছেন। সেটিকে কাজে লাগিয়ে সৌদির নারীরা অনেকেই প্রথা ভেঙে বিভিন্ন কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করছেন বলে ধারণা অনেকের।

সূত্র: গালফ নিউজ