Khaborer Patrika
ঢাকাবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

খুলনার ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

প্রতিবেদক
বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

ধানমন্ডি ৩২ নাম্বার পর এবার খুলনা শেখ বাড়ি নামে পরিচিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, শেখ জুয়েলসহ ৫ ভাইয়ের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে শুরু করেছে ছাত্র-জনতা। বুধবার রাত ৯ টার পর মিছিল নিয়ে ‘শেখ হাসিনার আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও’ এই স্লোগান দিতে দিতে খুলনা ময়লাপোতা এলাকায় শের এ- বাংলা রোডে অবস্থিত দ্বিতীয়তলা শেখ বাড়ির সামনে অবস্থান নিতে শুরু করে কয়েক হাজার ছাত্র-জনতা।
প্রথমে তারা বাড়িটিতে আগুন জ্বালিয়ে দেয়। পরবর্তীতে রাত সাড়ে ৯ টায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে শুরু করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এসময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলার যুগ্ন-আহবায়ক কদরুল হোসেন বলেন, এই বাড়িটি ছিল খুলনা আরেকটি লুটপাট আর দুর্নীতিবাজদের আশ্রয়স্থল। তারা গত ১৬ বছর যাবৎ খুলনা সাধারণ মানুষের ওপর অত্যাচার নিপীড়ন করেছে। এই বাড়িতে এসে খুলনা সব দপ্তরের টেন্ডারের নিয়ন্ত্রণ হতো। তারা মানুষের ওপর জুলুম নির্যাতন করতো।

তিনি বলেন, এই বাড়িটি ছিল খুলনা বিভাগের অপকর্ম মূল কেন্দ্র বিন্দু। আমরা এই স্বৈরাচারের কোন নাম নিশানা রাখতে চাইনা।

উল্লেখ, ‘শেখ বাড়ি’ শেখ হাসিনার ছোট চাচা শেখ আবু নাসেরের বাড়ি। বর্তমানে তার ৫ ছেলে- শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ রুবেল, শেখ সোহেল ও শেখ বেলালের বসবাস ছিল এ বাড়িতে। এর আগে গেল ৪ ও ৫ আগস্ট দুই দফা শেখ বাড়িতে জ্বালিয়ে দেওয়া হয়।