Khaborer Patrika
ঢাকাসোমবার , ১৩ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামের অসুস্থ জামায়াত নেতাকর্মীকে দেখতে ঢাকায় গেলেন ড. মোস্তফা ফয়সাল পারভেজ

প্রতিবেদক
বার্তা কক্ষ
অক্টোবর ১৩, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া-৪ (নন্দীগ্রাম–কাহালু) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ড. ফয়সাল পারভেজ সম্প্রতি ঢাকায় গিয়ে অসুস্থ এক ওয়ার্ড জামায়াত নেতাকর্মীর খোঁজখবর নিয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ওই কর্মীকে দেখতে যান। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন। ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, “দলের একজন কর্মী অসুস্থ—এটা শুধু তার পরিবারের কষ্ট নয়, আমাদের সবার দুঃখ। আমি সবসময় চেষ্টা করি দলের প্রতিটি কর্মীর পাশে থাকতে।” তিনি অসুস্থ নেতাকর্মীর পরিবারের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।  এ সময় পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম উপস্থিত ছিলেন।