Khaborer Patrika
ঢাকাসোমবার , ১৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে বাস চাপায় সিএনজি চালক নিহত,  একই দিনে ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কায় হেলপার গুরুতর আহত 

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ১৮, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে বাস চাপায় মোরশেদুল (৪২) নামের এক সিএনজি চালক নিহত হয়েছে। একই দিন রাত ১১টার দিকে তিন ঘন্টার ব্যবধানে নন্দীগ্রাম সেলিনা ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য মতে ট্রাকের হেলপার ফরহাদ বাগেরহাট জেলার রামপাল থানার কুমড়াই গ্রামের দাউদ উদ্দিনের ছেলে। রবিবার রাত এগারোটার দিকে নন্দীগ্রাম সেলিনা ফিলিং স্টেশন এর সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে অপর আরেকটি ট্রাক সজরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গুরুতর আঘাতপ্রাপ্ত হন ট্রাকের হেল্পার ফরহাদ হোসেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অপরদিকে বাসের ধাক্কায় নিহত মোরশেদুল উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের কাথম বেড়াগাড়ি এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। রবিবার ১৭ আগস্ট রাত ৯ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামের কাথমের মাথায় এদুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোর থেকে ছেড়ে আসা চ্যালেঞ্জার নামক একটি বাস কাথম এলাকায় পৌঁছিলে অপরদিকে সিএনজি নিয়ে বগুড়া থেকে বাড়ি ফিরছিলেন সিএনজি চালক মোরশেদুল। কাথমের মাথায় পৌছিলে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজি।  ঘটনাস্থলেই গুরুতর আহত হন সিএনজি চালক মোরশেদুল। নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সিএনজি চালক কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সিএনজি চালক মোরশেদুলের মৃত্যু হয়। এ বিষয়ে  কুন্দরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে।  উক্ত ঘটনায় নিয়মিত মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও ট্রাকের পিছনে ট্রাকের ধাক্কায় এক ট্রাকের হেলপার গুরুত্বর আহত হয়েছে।