Khaborer Patrika
ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক করতোয়া ৫০ বছরে পদার্পণ উপলক্ষ্যে নন্দীগ্রামে র‌্যালি, আলোচনা সভা ও কেক কর্তন

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ১২, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে দৈনিক করতোয়া’র ৪৯তম বর্ষপূর্তি ও ৫০ বছরে পদার্পণ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকেলে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

এরপর বিকেল সাড়ে ৫টায় নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং দৈনিক করতোয়া’র নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। এতে বিশেষ অতিথির বক্তব্য রখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলী, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম জায়দার, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা আব্দুর রহিম, মশিউর রহমান, হাসেম আলী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আখতার হোসেন দুলাল, দপ্তর সম্পাদক আব্দুল হাকিম, সাংবাদিক মামুন আহমেদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মিনহাজুর রহমান হাবিব, দপ্তর সম্পাদক অদ্বৈত কুমার আকাশ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, ব্যবসায়ী আব্দুস সালাম, সাব্বির হোসেন, শাহীন আলম সাজু প্রমুখ। পরে উৎসবমুখর পরিবেশে দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কর্তন করা হয়।