ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে শনিবার (১৬ আগস্ট) সকালে পৌর এলাকার হিন্দু পাড়া রাধাগোবিন্দ মন্দির অঙ্গনে আলোচনা সভা ও পরে মঙ্গল শোভাযাত্রা বের হয়। মঙ্গল শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে এসে শেষ হয়।
এআলোচনা সভায় পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মহানন্দ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুকুমার সরকারের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কেএম সফিউল আলম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ও পৌর কৃষক দলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার সরকার শান্ত প্রমুখ।