Khaborer Patrika
ঢাকাসোমবার , ১১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল উদ্ধার: আগুনে পুড়ালো প্রশাসন

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ১১, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে মাছ ধরার লক্ষাধিক টাকার চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুনে পুড়িয়েছে প্রশাসন। ১১ই আগষ্ট (সোমবার) বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪নং থালতা-মাজগ্রাম ইউনিয়নের ভাদ্রা,নিশিন্দারা,তালগাছি,হরিহারা,বাঁশো,ত্রিমহোনী ও ভাটরা ইউনিয়নের হাটধূমা মাঠে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় লক্ষাধিক টাকার চায়না দুয়ারী
জাল উদ্ধার করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযান পরিচালনা করে
৩৪টি চায়না দুয়ারী জাল উদ্ধার করে আগুনে পুড়ানো হয়। অভিযান পরিচালনার সময় কোন ব্যক্তিকে পাওয়া যায়নি। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ জহুরুল হক এবং থানার পুলিশ অফিসার, ভূমি অফিসের কর্মচারী সহ মৎস্য অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবিষয়ে নন্দীগ্রাম সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস বলেন,যেখানেই ক্ষতিকারক চায়না দুয়ারী জালের খবর পাওয়া যাবে সেখানেই প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হবে। এব্যাপারে বিন্দু মাত্র কাউকে ছাড় দেয়া হবে না।