Khaborer Patrika
ঢাকামঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ৫ কি.মি রাস্তার বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী

প্রতিবেদক
বার্তা কক্ষ
আগস্ট ৫, ২০২৫ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো বাজার থেকে কালাসিংড়া গ্রামের মধ্যে দিয়ে থালতা মাঝগ্রাম পর্যন্ত আনুমানিক পাঁচ কি.মি রাস্তা বেহাল দশায় পরিণত হয়েছে।

প্রতিবছর ভারী বর্ষা কারণে কাঁদা ও মাটি মিলেমিশে একাকার হয়ে হাঁটু পর্যন্ত কাঁদায় ডুবে যায়। রাস্তাটি যেন নিত্যদিনের ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দের। এই রাস্তা দিয়ে নিয়মিত হাজারো মানুষের চলাচল। কিন্তু রাস্তাটি পাকা বা মেরামত করার জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।

এলাকাবাসী জানান, এই রাস্তা নিয়ে তারা অনেক সমস্যায় রয়েছেন। তারা ঠিক মত কোন মোটরসাইকেল, অটোভ্যান, ইজিবাইক নিয়ে গন্তব্য পৌঁছাতে পারেন না। শিক্ষার্থীরা ঠিকমতো স্কুলে যেতে পারে না। ভারী বৃষ্টি হলে তাদের ঘরে বসে থাকতে হয়। তারা রাস্তাি নিয়ে বিভিন্ন জনপ্রতিনিধির সাথে কথা বলেছেন, জনপ্রতিনিধিরা বলেন রাস্তা করে দেব কিন্তু আজও এই রাস্তাটি করা হয়নি। যুগ যুগ ধরে এই পাঁচ কি.মি রাস্তা আজও পড়ে আছে। কিন্তু কোন জনপ্রতিনিধিরা আজও মেরামত করতেছে না।

জানতে চাইলে ইউপি সদস্য শামসুর রহমান জানান খুব শীঘ্রই এই রাস্তাটি পাকা করার ব্যবস্থা করা হবে। এখন স্থায়ী কোন সরকার নেই, তবে হাতে বাজেট এলে তিনি এ রাস্তা করে দেবেন বলে জানান।