নন্দীগ্রামে ৩নং ভাটরা ইউনিয়ন ছাত্রশিবিরের সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার ২৪সেপ্টেম্বর বিকেলে উপজেলার ৩নং ভাটরা ইউনিয়ন ছাত্রশিবিরের আয়োজনে পন্ডিতপুকুর এলাকায় এই সাধারণ সভার আয়োজন করা হয়।
৩নং ভাটরা ইউনিয়ন জামায়াতে আমীর মোহাম্মদ রেজার সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি মো, আমিরুল ইসলাম মমিন থানা অফিস সম্পাদক মোঃ আঃ রাব্বি ও থানা (HRR) সম্পাদক মোঃ কাওছার আলী
সহ উপজেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিবিরের সাথীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন,”ইসলামিক আদর্শে উজ্জীবীত আমাদের ছাত্রসংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, আগামী দিনে ছাত্রশিবির সকল প্রকার অন্যায় রুখে দিবে এবং ছাত্রদের অধিকার আদায়ে সর্বদা সজাগ থাকবে।”
এছাড়াও বক্তারা ছাত্রদেরকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরে যোগ দিয়ে আগামী দিনে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সাধারণ সভাটি পরিচালনা করেন ৩নং ভাটরা ইউনিয়ন ছাত্রশিবিরের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম রিফাত।