Khaborer Patrika
ঢাকারবিবার , ৭ জুলাই ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে রথযাত্রা মহোৎসব উদযাপন

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ৭, ২০২৪ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উদযাপন করেছে সনাতন ধর্মাবলম্বীরা।হিন্দুধর্মালম্বীদের অন্যতম প্রধান উৎসব হল রথযাত্রা। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা।

জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রা বিশেষ মাহাত্ব রয়েছে। পুণ্য লাভের আশায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ছয়টি স্থানে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপন হয়েছে। সেগুলো হচ্ছে উপজেলার হাটুয়া,হাটকড়ই, ছোটকঞ্চি, পেং-হাজারকি উত্তর পাড়া,মধ্যপাড়া ও দক্ষিণ পাড়া রাধাগোবিন্দ মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসবের আয়োজন করেন সনাতন ধর্মাবলম্বীরা। (০৭ জুলাই) রবিবার বিকেলে ধর্মীয় পাঁক পরিক্রমা সহ বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শেষ হয় রথযাত্রার অনুষ্ঠান মালা। ঢাক-ঢোলক বাদ্য, শঙ্খ উলুধ্বনি দিয়ে শ্রীশ্রী জগন্নাথ, বলরাম সুভদ্রারকে রথারোহন করানো হয়। এই রথযাত্রা উৎসবে শতশত নারী-পুরষের সমাগম ঘটে। এদিকে হাটকড়ই রাধাগোবিন্দ মন্দির রথযাত্রা মহোৎসব উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মোহন্ত। রথযাত্রা হিন্দু ধর্মের কাছে একটি পূণ্যউৎসব এবং পূণ্যতিথি। হিন্দুশাস্ত্র মতে রথের দড়ির স্পর্শে (দড়ি টানলে) পুণ্য লাভ হয়। তারই ধারাবাহিকতায় পুণ্য লাভের আশায় নন্দীগ্রাম উপজেলার হিন্দুধর্মালম্বীরা শ্রীশ্রী জগন্নাথদেবের এই রথযাত্রার আয়োজন করেন।