বগুড়ার নন্দীগ্রামের পৌর শহরের ১নং ওয়ার্ডের কালিকাপুর পশ্চিম পাড়া জামে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করেন আসন্ন নন্দীগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বগুড়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়ির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মুকুল মিঞা।
এসময় উপস্থিত ছিলেন, সবুজ মন্ডল, জহরুল ইসলাম, ইমান আলী, এন্তাজ হোসেন, রাজ্জাক হোসেন, সবুজ সহ গ্রামের প্রায় শতাধিক মুসল্লিরা উপস্থিত ছিলেন। উদ্বোধন ও দোয়া শেষে মসজিদের উন্নয়নের জন্য মেয়র পদপ্রার্থী ও বগুড়া জেলা পরিষদের সদস্য মুকুল মিঞা অত্র মসজিদে ১লক্ষ অনুদান প্রদান করেন।