বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা এলএলবি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন।
মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টায় রাজশাহী বিভাগীয় কার্যালয়ে বিভাগীয় কমিশনার ড: দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এ শপথ বাক্য পাঠ করান।এসময় শপথ গ্রহণ করেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা এলএলবি, ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মহন্ত ও মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু।শপথ গ্রহণ শেষে আনোয়ার হোসেন রানা বলেন, আমি নন্দীগ্রাম উপজেলাবাসীর কাছে চিরকৃতজ্ঞ। তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন এবং উন্নয়নে ও জনসেবায় কাজ করার জন্য পবিত্র দায়িত্ব দিয়েছেন।তিনি আরো বলেন, এই বিজয় আমার একার নয়, এই বিজয় পুরো নন্দীগ্রাম উপজেলাবাসীর। স্মার্ট নন্দীগ্রাম গড়ে তুলতে ও জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চান বলেও জানান তিনি।