Khaborer Patrika
ঢাকাসোমবার , ২৪ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে সাংবাদিকদের সাথে মেরিন ক্যাপ্টেন সারোয়ার সোহেলের মতবিনিময়

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ২৪, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নন্দীগ্রাম উপজেলার প্রথম ম্যাজিস্ট্রেট, প্রথম উপ-সচিব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মরহুম দেলোয়ার হোসেন এর সুযোগ্য সন্তান মার্চেন্ট ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার সারোয়ার হোসেন সোহেল।

সোমবার (২৪জুন) সন্ধ্যায় নন্দীগ্রাম মিডিয়া সেন্টারে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নন্দীগ্রাম উপজেলা প্রেস-ক্লবের প্রতিষ্ঠাতা ও নন্দীগ্রাম মিডিয়া সেন্টারের সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, মার্চেন্ট ক্যাপ্টেন সারোয়ার হোসেন সোহেল।

এসময় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, মিডিয়া সেন্টারের সেক্রেটারী ও যায়যায়দিন পত্রিকার সাংবাদিক আক্তার হোসেন,আজকালের খবর পত্রিকার নন্দীগ্রাম প্রতিনিধি নাজমুল হুদা, সমকালের প্রতিনিধি অদ্বৈত কুমার আকাশ, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক আব্দুল হাকিম, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি সুমন কুমার নিতাই, এনসিএন ও সাতমাথা প্রতিবেদক মামুন আহমেদ, প্রথম বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি রাজু আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,আব্দুল হান্নান, মজনুর রহমান,এআর মানিক,মেহেদী হাসান পুলু, মনিরুল ইসলাম, বিজয় চন্দ্র সহ উক্ত মতবিনিময় সভায় নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।