Khaborer Patrika
ঢাকাবুধবার , ১৯ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে মোবাইল কোর্ট অভিযানে দুই মোটরসাইকেল চালকের জরিমানা

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ১৯, ২০২৪ ৮:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেলে হেলমেট না পরায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজনকে  ১হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ১৮ই জুন বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম কৈগাড়ী নামক স্থানে মোবাইল কোর্ট বসিয়ে এঅর্থদন্ড প্রদান করেন নন্দীগ্রাম সহকারি কমিশনার (ভূমি) ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোহান সরকার।

সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ধারায় মোটরসাইকেলে হেলমেট না পরার অপরাধে নন্দীগ্রাম উপজেলার দাসগ্রাম দামুয়াপাড়ার মৃত ফরমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৪৩) কে ৫০০ টাকা এবং একই উপজেলার তেঘরি গ্রামের হালিমের ছেলে আলামিন ইসলামকে (১৯) নগদ ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

এছাড়া উভয়কে হেলমেট পরিধান করে মোটরসাইকেল চালানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম থানার এসআই সারোয়ার হোসেন।