Khaborer Patrika
ঢাকাসোমবার , ১৭ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

আশ্রয়ণ প্রকল্প বাসিন্দাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন নন্দীগ্রামের ইউএনও  হুমায়ুন কবির 

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ১৭, ২০২৪ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

নন্দীগ্রামে আশ্রয়ণ প্রকল্পের ৪শ পরিবারে মাঝে কুরবানির মাংস বিতরণ করে ঈদ আনন্দকে ভাগাভাগি করছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:  হুমায়ুন কবির । ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আযহা। 

সরকারি চাকুরীজীবীসহ ঘরে ফেরা মানুষ গুলো যখন পরিবারের সাথে  ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে জেলার একপ্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলে ঠিক তখনই পরিবারের সাথে ঈদ আনন্দকে বিসর্জন দিয়ে ঈদের এই  সময়টাকে কাজে লাগিয়ে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাড়িয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে ব্যস্ত সময় পার করছেন  নন্দীগ্রামের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হুমায়ুন কবির।

উপজেলার  নির্বাহী কর্মকর্তা ঈদে বাড়িতে না গিয়ে পরিবার-পরিজন ছেড়ে গরিব দুঃখী অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটাতে ও তাদের সাথে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নিতে  আশ্রায়ন প্রকল্প,গুচ্ছগ্রাম ও উপজেলার প্রান্তিক অন্যান্য দু:স্থ – অসহায় ও দিন-মজুর ৪শ পরিবারের মাঝে মাংস বিতরণ  করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির ও  সহকারী কমিশনার,  (ভূমি) রোহান সরকার।

গরিব দুঃখী অসহায় মানুষ গুলোও যে মন ভরিয়ে হাসতে জানে তা দেখিয়ে দিলেন উপজেলা নির্বাহী  কর্মকর্তা মো: হুমায়ুন কবির।

কোরবানির ঈদে প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা পেয়ে  ঈদ আনন্দটা আরো একটু বেশিই পাচ্ছেন বলে মনে করে ধন্যবাদ জানিয়ে অসহায় গরিব-দুঃখীরা জানান, আমরা  ধন্যবাদ জানাতে চাই আমাদের নন্দীগ্রাম উপজেলার মানবিক ইউএনও স্যারকে তিনি ঈদের ছুটিতে বাড়িতে না গিয়ে তিনি নিজে আমাদের মত অসহায় মানুষদের পাশে ছায়ার মত দাঁড়িয়েছে এবং আমাদের সাথে ঈদ আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের কাছে ছুটে এসেছে এজন্য আমরা তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

তারা আরো বলেন , তিনি যেভাবে আমাদের মত গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে সব সময় মাথার উপর ছায়ারমত রয়েছে সত্তি নন্দীগ্রামের মাটিতে এমন ইউএনওকে পেয়ে আমরা আবারো গর্বিত।  তিনি অনেক সৎ এবং ভালো একজন মানুষ। আমরা তার জন্য দোয়া করি তিনি  সবসময় ভালো থাকুক এবং তিনি সবসময় আমাদের মতো অসহায় মানুষদের পাশেই থাকুক।

যেসব আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রাম পরিবারদের মাঝে কুরবানির মাংস বিতরণ করেছেন সেগুলো হচ্ছে, বুড়ইল চাপিলাপাড়া গুচ্ছগ্রাম প্রকল্পের ৫০ পরিবার,  রায়পুর কুস্তা আশ্রয়ণ প্রকল্পের ৫০ পরিবার,  মথুরাপুর আশ্রয়ণ প্রকল্পের ২৫ পরিবার এবং বর্ষন আশ্রয়ণ প্রকল্পের ২০ পরিবারদের মাঝে মাংস বিতরণ করা হয়েছে এছাড়াও আরো  ২২০ পরিবারের মাঝে  কুরবানির মাংস বিতরণ করা হবে।

এবিষয়ে জানতে চাইলে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গরিব দুঃখী অসহায় মানুষদের মুখে একটু হাসি ফোটাতে নিজ অর্থায়নে আশ্রয়ণ প্রকল্প,গুচ্ছগ্রাম ও উপজেলার প্রান্তিক অসহায় ও দিন মজুর  ৪শ পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হচ্ছে ।  নন্দীগ্রামের আশ্রয়ণ প্রকল্পের পরিবার গুলোর মাঝে মাংস বিতরণ করে অনেক ভালো লাগছে । এই  মাংস পেয়ে তারা অনেক খুশি। আশেপাশে যদি কোন অসহায় মানুষ থেকে থাকে আমরা চাই তাদের পাশে ছায়ার মতো দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়াতে।