Khaborer Patrika
ঢাকাবুধবার , ১২ জুন ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুন ১২, ২০২৪ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জায়গার উপর জোর পূর্বক ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে রনবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরী জামানের বিরুদ্ধে।

উক্ত বিষয়টি নিয়ে গত সোমবার  উপজেলা শিক্ষা অফিসার বরাবরে এক অভিযোগ করেন, রনবাঘা সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক হালিমা খাতুন।

অভিযোগ থেকে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার রনবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জায়গার উপর জোর পূর্বক ঘর নির্মাণ করছে রনবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরী জামান। বিদ্যালয়ের জায়গায় পাকা ঘর নির্মাণ কাজে তাঁকে বাঁধা দিতে গেলে সে কোন কিছুর তোয়াক্কা না করে জোর পূর্বক নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।

বিষয়টি নিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাথে কথা বললে তিনি এই প্রতিনিধিকে বলেন, আমি অভিযোগ পেয়েছি এবিষয়ে অতিদ্রæত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে রনবাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমিরী জামানের সাথে কথা বললে তিনি জানান, ওইখানে আগে থেকেই ঘর ছিল, শুধু সংস্কার করা হচ্ছে নতুন কোন ঘর হচ্ছে না।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির বলেন অভিযোগ পেয়েছি ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।