আদিবাসী যুব পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ২০মে সোমবার বিকেলে হাটলাল হাইস্কুল প্রাঙ্গনে আদিবাসী যুব পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার উদ্যোগে উপজেলা আদিবাসী যুব পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আদিবাসী বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হরেন উরাঁও এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আদিবাসী যুব পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি স্বপন কর্নিদাস। আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলার সভাপতি সুজন কুমার রাজভর। এসময় আরো বক্তব্য রাখেন, গনেশ উরাঁও, বিমল উরাঁও, সাধন, সুজন মাহাতো, সুশীল উরাঁও, মৌসুমী রানী উরাঁও, প্রদীপ উরাঁও, ফটিক উরাঁও প্রমুখ। পরে সুজন মাহাতো কে সভাপতি, ভজন উরাঁওকে সাধারণ সম্পাদক করে আদিবাসী যুব পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।