Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ১৭ মে ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাক উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রতিবেদক
বার্তা কক্ষ
মে ১৭, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা বাজার এলাকা থেকে ছিনতাই হওয়া ধানবোঝাই ট্রাক উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) দুপুর ১২টায় প্রেস ব্রিফিং করে নন্দীগ্রাম থানার পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

গ্রেপ্তারকৃতরা হলেন ঢাকা জেলার আশুলিয়া উপজেলার জিরাবো ফুলতলার ট্রাকচালক সামিউল হক (৪২), মামুন হোসেন (২৬) ও মাসুদ (২৯)। প্রেস ব্রিফিংয়ে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ সরকার জানান, ২৯ এপ্রিল রণবাঘা বাজারের ধান ব্যবসায়ী ওয়াজেদ আলী ২৬৫ বস্তা ধান ট্রাকে (চট্ট-মেট্রো-১১-৪৩৩৭) লোড দিয়ে দিনাজপুরের সোনালী অটোরাইস মিলে পাঠান। পরে ওই ধানবোঝাই ট্রাকটি ছিনতাই হয়ে যায়। এরপর নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করা হয়।নন্দীগ্রাম থানার পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৬মে ঢাকার আশুলিয়া উপজেলার জিরাবো ফুলতলা থেকে ট্রাকচালক সামিউল হকসহ তিনজনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যমতে জামালপুর সদর উপজেলা এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। এ ছাড়া পাবনার চাটমোহর উপজেলা এলাকা থেকে ২৬৫ বস্তা ধান উদ্ধার করা হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেইন বলেন, গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে চুরি, মাদক, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।