বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে হযরত আলী (৬৫) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। রোববার ভোরে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম (সোনার পাড়া) এঘটনা ঘটে। বৃদ্ধ দাসগ্রাম সোনারপাড়ার মৃত আফজালের ছেলে।
স্থানীয়রা জানান বেশকিছুদিন ধরে পরিবারের সাথে ঝগড়া চলছিলো হযরত আলীর। শনিবার (১৩এপ্রিল) রাতে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায় হযরত আলী। অনেক খোঁজাখুঁজির পরেও রাতে কোথাও তাকে পাওয়া যায়না। পরেরদিন সকালে নিজ বাড়ির দক্ষিণ পার্শ্বে সজিনা গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পরিবারের লোকজন দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেয়। নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর শুনেছি বিষয়টি অত্যান্ত দুঃখজনক।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম বলেন, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশটির ময়না তদন্ত শেষে তার পারবারের নিকট হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।