Khaborer Patrika
ঢাকারবিবার , ১৪ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠিত

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ১৪, ২০২৪ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছাসের মধ্য দিয়ে পালিত হয়েছে সার্বজনীন উৎসব ‘পহেলা বৈশাখ’।রবিবার সকাল ৮টা থেকে নন্দীগ্রাম পৌর শহরের বিভিন্ন সড়কে স্কুল, কলেজের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষদের নতুন সাজে ছুটতে দেখা যায় উপজেলা পরিষদ চত্বরের দিকে। উপজেলা পরিষদ চত্বরে নবীন-প্রবীণ নারী-পুরুষ থেকে শুরু করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সরব উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় চলছে এ প্রাণের উল্লাস।

সকাল সাড়ে আট টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ শুভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও পরিসংখ্যান অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ্, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম, কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ শমসের আলী, শফিউল আলম শফি, শাহজাহান আলী, নন্দীগ্রাম মিডিয়া সেন্টারের সভাপতি মোঃ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক আক্তার হোসেন দুলাল প্রমূখ।