Khaborer Patrika
ঢাকামঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে রাতের অন্ধকারে মন্দিরের প্রতিমা ভাংচুর, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

প্রতিবেদক
বার্তা কক্ষ
এপ্রিল ৯, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার নন্দীগ্রামে মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার ভোর রাতে নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই বাজার মহাশ্মশান কালি মন্দিরে কালীর প্রতিমা ভাংচুরের ঘটনাটি ঘটে। উক্ত ঘটনায় জড়িত এক মাদ্রাসা শিক্ষককে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এঘটনায় মন্দিরের সেক্রেটারী সুমন চন্দ্র পাল বাদী হয়ে একটি মামলা দায়ের করলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেনের নের্তৃত্বে এসআই জিয়াউর রহমান, ও শরিফুল ইসলাম অভিযান চালিয়ে ফয়সাল করিম রেজা (৩৬) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শিক্ষক উপজেলার হাটকড়ই গ্রামের খুরশেদ আলমের ছেলে। তিনি সিরাজগঞ্জের বেলকুচি থানার রামধনি বাড়ী কওমি মাদ্রাসার শিক্ষক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন্দিরে ঢুকে কালীর প্রতিমা ভাংচুরের কথা তিনি স্বীকার করেছে বলে নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন।

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই মাদ্রাসা শিক্ষক হাটকড়ই বাজার মহাশ্মশান কালিমন্দিরের গেট ধরে ঝাকাঝাকি করে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে রাতে কোন এক সময় তিনি মন্দিরের কালির প্রতিমা ভাংচুর করেন। সকালে মন্দিরের সেবক মন্দিরে গিয়ে দেখতে পান কালীর প্রতিমা ভাংচুর করা হয়েছে। এঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ দ্রæত ঘটনাস্থল পৌঁছে এবং সকাল সাড়ে ৯টার দিকে রেজাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ওই মাদ্রাসা শিক্ষক প্রাথমিক জিজ্ঞাসাবাদে মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের কথা স্বীকার করেছেন। আমরা তাকে আরও জিজ্ঞাসাবাদ করছি। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।