বগুড়ার নন্দীগ্রামে ফজরের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বুলু (৫০) নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। নিহত বুলু পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়ার মৃত আছিমুদ্দিনের ছেলে।
প্রাপ্ত তথ্য ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুলু মিয়া দীর্ঘ ১৬ বছর ধরে বৈলগ্রাম উত্তরপাড়ার একটি ওয়াক্তিয়া মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রতিদিনের মত আজ রবিবার ভোরেও বুলু ফজরের নামাজের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্য রাস্তার উপর বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে থাকা পানিতে পা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুয়াজ্জিন বুলুর। এঘটনায় ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এবিষয়ে পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম কায়সার রেজার সাথে কথা বললে তিনি জানান, যে তার দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হয় সেই তার না দিয়ে জি আই তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া ছিল। ভারী বৃষ্টির কারণেই মূলত তারটি ছিঁড়ে যাওয়ার ফলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।