Khaborer Patrika
ঢাকাশুক্রবার , ২৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ছুরি-চাকু সন্ত্রাস রুখতে নন্দীগ্রাম থানা পুলিশের লিফলেট বিতরণ 

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ২৫, ২০২৫ ৮:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ছুরি হাতে নয়, হাত মেলাতে শিখি, মানবতার আলোয় শহরটাকে দেখি, রাগে নয়, ভালোবাসায় থাকুক বিজয়, সহিংসতা রুখতে সচেতন হই সবাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্নস্থানে ‘ছুরি-চাকু সন্ত্রাস রুখতে হবে এখনি নিরাপদ বগুড়া আমাদের হাতেই’ এই সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়েছে। 
এই লিফলেট বিতরণ উদ্বোধন করেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম। সেসময় তার সাথে ছিলেন নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মুসা সরকার ও এসআই রাজিব আলীসহ অন্যান্য অফিসার-ফোর্সরা। এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম বলেন, ছুরি-চাকু সন্ত্রাস রুখতে বগুড়া জেলা পুলিশ এই উদ্যোগ নিয়েছে। কেউ ছুরি-চাকু নিয়ে ঘুরবেন না। ছুরি-চাকু নিয়ে ঘোরাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। তাই এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে আমরা এই লিফলেট বিতরণ করছি। অসৎ উদ্দেশ্যে কেউ ছুরি-চাকু নিয়ে ঘোরাঘুরি করা দেখা মাত্রই পুলিশকে খবর দেওয়ার জন্য সচেতন নাগরিকদের অনুরোধ করা হলো।