বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় পৌরসভা হলরুমে শহর সমন্বয় কমিটি TLCC-এর সমন্বিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু।
সভায় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এস এম সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, পৌর নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী অসিম কুমার, হিসাব রক্ষণ কর্মকর্তা,আব্দুর মান্নান, উচ্চমান সহকারী গিরেন চন্দ্র সরকার স্যানিটারি ইন্সপেক্টর আকাশ কুমার, বাজার পরিদর্শক মৌসুমি আক্তার, কর আদায়কারী বাচ্চু আহমেদ, সহকারী লাইসেন্স পরিদর্শক সাদিক শাহরিয়ার, টিকাদানকারী আমেনা খাতুন প্রমুখ। সভায় নন্দীগ্রাম পৌরসভা এলাকায় ইতোমধ্যে যেসব উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে বা চলমান রয়েছে এবং ভবিষ্যতে কোন কোন স্থানে কোন প্রকল্প শুরু হতে পারে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এছাড়াও উপস্থিত সকলে প্রত্যক্ষভাবে সুপারিশ ও অভিযোগ তুলে আনেন, যা প্রশাসন দ্রুত নজরে নিয়ে সমাধানের প্রতিশ্রুতি দেয়।