বগুড়ার নন্দীগ্রামে শফিকুল ইসলাম (শফিক) নামের এক পত্রিকার এজেন্টের সঞ্চয়ের টাকা আত্মসাৎ চেষ্টার অভিযোগ উঠেছে নন্দীগ্রাম একতা সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিমের বিরুদ্ধে। অভিযুক্ত আব্দুর রহিম নন্দীগ্রাম পৌরসভার ৬নং ওয়ার্ডের মাঝগ্রামের ভোলার ছেলে।
নন্দীগ্রাম পত্রিকার এজেন্ট শফিকুল ইসলাম (শফিক) তার কষ্টে অর্জিত সঞ্চয়ের টাকা ১বছর যাবৎ তুলতে না পেরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে পত্রিকার এজেন্ট শফিকুল ইসলাম শফিক উল্লেখ করেন, আমি বিগত প্রায় ৩০ বৎসর যাবৎ নন্দীগ্রাম শহরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় খবরের কাগজ বিভিন্ন অফিসে, বাসা-বাড়ি, দোকানে বিক্রি করে আসছি। বর্তমান ইন্টারনেটের যুগে খবরের কাজগের চাহিদা খুবই কম। বর্তমানে এই পরিস্থিতিতে ভবিষ্যত জীবনের কথা চিন্তা করে আমি নন্দীগ্রামে একতা সমবায় সমিতির নিকট প্রতি মাসে অনেক কষ্টে টাকা সঞ্চয় করি যা ১লক্ষ ৮০হাজার টাকা। আমার জমানো টাকা ফেরৎ চাইলে উক্ত সমিতির সভাপতি, মোঃ আব্দুর রহিম টাকা ফেরৎ না দিয়ে প্রায় ১বছর যাবৎ বিভিন্ন ভাবে তাল-বাহানা করছে। সে আমার টাকা আত্মসাৎ করার চেষ্টা করছে বলে অভিযোগ থেকে জানা যায়। তাই ভুক্তভোগী পত্রিকার এজেন্ট শফিকুল ইসলাম শফিক উপজেলা প্রশাসন সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিষয়টি খতিয়ে দেখে শফিকের সঞ্চয়ের টাকা উদ্ধারের জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানুর সাথে যোগাযোগ করলে তিনি বলেন উক্ত বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।