Khaborer Patrika
ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে জামায়াত প্রার্থী ড. ফয়সাল পারভেজে’র গণসংযোগ

প্রতিবেদক
বার্তা কক্ষ
জুলাই ২৩, ২০২৫ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে জামায়াত নেতাকর্মীদের নিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে গনসংযোগ শুরু করেছে বগুড়া-০৪ (নন্দীগ্রাম -কহালু ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড.মোস্তফা ফয়সাল পারভেজ।

বুধবার(২৩জুলাই) নন্দীগ্রাম উপজেলা জামায়াতের নেতাকর্মীদের নিয়ে কুন্দারহাট এলাকায় পথচারীসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষদের সাথে গণসংযোগ করেন তিনি। এসময় সঙ্গে থাকা জামায়াত নেতা কর্মীরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে স্লোগান দেন। গণসংযোগ শেষে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরিদর্শন করেন, ড. মোস্তফা ফয়সাল পারভেজ। তিনি অসুস্থ রোগীদের সাথে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।
নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির আব্দুর রহমান, সেক্রেটারি গোলাম রব্বানী, নন্দীগ্রাম উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আমিরুল ইসলাম মুুমিন,পৌর যুব বিভাগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, উপজেলা কর্ম পরিষদের সদস্য রুহুল আমিন যুক্তিবাদী, শেখ সাদী , নন্দীগ্রাম উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি বোরহান উদ্দিন, পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলাম, পৌর সেক্রেটারি আব্দুল আলিম, পৌর বায়তুল মাল সম্পাদক আব্দুস সাত্তার, পৌর ছাত্রশিবির সভাপতি রাশেদুল ইসলাম জামায়াত নেতা আব্দুল হামিদ, সুলতান আহমেদ, একরামুর রেজা টুকু,সাইফুল ইসলাম, জুলফিকার আলী সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের জামায়াত শিবিরের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।