উঠানে ভিড় করেছিলেন নানা বয়সী মানুষ। কেউ বিলাপ করে কেঁদেছেন, কেউ বা নির্বাক। উঠোনের ঠিক মাঝখানেই রাখা ছিল দুটি মরদেহ। সেই দুটি মরদেহ ঘিরে বিলাপ যেন থামছিল না। তবে বাস্তবতাকে সঙ্গী করে শেষ পর্যন্ত তাদের দাফন করা হয়েছে পাশাপাশি দুটি কবরে। এসময় স্বজন ও পাড়া প্রতিবেশীদের আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
সোমবার (১৪জুলাই) বগুড়ার নন্দীগ্রাম ২নং সদর ইউনিয়নের রনবাঘা এলাকার শহরকুড়ি গ্রামে দুই ভাইয়ের দাফনের সময় এই হৃদয় বিদারক দৃশ্য দেখা গেছে। সোমবার বিকেল সাড়ে ৩টায় অজ্ঞাত এক বাসের ধাক্কায় নিহত হয় ওই গ্রামের আলহাজ্ব জলিল হোসেনের বড় ছেলে ইসমাইল (৬০) ও ছোট ছেলে ইদ্রিস আলী (৫৫)। সোমবার রাত ৯টায় তাদের দাফন সম্পর্ন হয়। তাদের দুই ভাইয়ের এমন মৃত্যুর খবরে জানাযা নামাজে অংশ নেয় হাজার হাজার মুসুল্লি। মৃত্যুর খবর শুনে ছুটে যায় বগুড়া-০৪ নির্বাচনী এলাকার সাবেক এমপি মোশারফ হোসেন। দাফন শেষে তাদের পরিবারের খোঁজ খবর নেন তিনি।এছাড়াও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু সহ অসংখ্য জামায়াতের নেতাকর্মীরা জানাযা নামাজে অংশ গ্রহণ করেন।